রাজ্যের খবর

ডাক্তার দেখাতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু অটো আরোহীর

Auto rider dies in road accident while going to see doctor

Truth Of Bengal: হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অটো আরোহীর। সারমেয়কে বাঁচাতে গিয়ে রাস্তার উপরেই পাল্টি খেয়ে যায় অটোটি। তখনই পড়ে গিয়ে মৃত্যু হয় বছর ৫৫ এর নজরুল মোল্লা নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর কাশিপুর থানার পানাপুকুর মোড়ে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় উত্তর কাশিপুর থানার পুলিশ।

সাতসকালে উত্তর কচুয়া গ্রামের বাসিন্দা নজরুল মোল্লা চিত্তরঞ্জন হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল। কচুয়া বাজার থেকে অটোতে উঠে বিজয়গঞ্জ বাজারে বাস ধরার জন্য যাচ্ছিল। বিজয়গঞ্জ বাজারের আগে পানাপুকুর মোড়েই দূর্ঘটনায় মৃত্যু হয় নজরুল মোল্লার। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যায়। উত্তর কাশিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নজরুল মোল্লার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles