রাজ্যের খবর

গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরি, লোপাট নগদ টাকা সহ সোনা ও রুপার অলংকার

Audacious burglaries in domestic houses, missing cash and gold and silver ornaments

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : জনবহুল এলাকা, তখন প্রায় সন্ধ্যা, বাড়ির গ্রিলে ছিল তালা মারা, বাড়ির অন্যান্য সদস্য ছিলেন না, গৃহিণী ছাদে গিয়ে কাজ করছিলেন। আর সেই সুযোগ নিয়ে গ্রিলের তালা কেটে ঘরের ভেতরে ঢুকে তান্ডব চালায় দুষ্কৃতীরা। একটি ঘরের আলমারিতে রাখা সোনার অলংকার সহ নগদ টাকা লুট করে, পাশের ঘরের বক্সখাটের লক ভেঙে আবার লুট করে সোনার গহনা। প্রায় তিন লক্ষ টাকা খোয়া গেছে বলে দাবি গৃহস্থের। নদিয়ার শান্তিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিশ্বাস পাড়া স্ট্রিট এলাকার ঘটনা।

পরিবারের কর্তা বিনয় সরকারের দাবি, গতকাল সন্ধ্যায় যখন ঘটনা ঘটে তারা কেউ বাড়িতে ছিলেন না, তার স্ত্রী ছাদে কাজ করছিলেন। হঠাৎ নিচে নেমে দেখে ঘরের দরজা খোলা, লোহার গ্রিল হাঁ করে রয়েছে। আলমারি খুলতেই দেখে সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে এরপরই এই মাথাই হাত পড়ে পরিবারের প্রত্যেক সদস্যদের। খবর দেয়া হয় পুলিশকে, রাতেই তদন্তে আসে শান্তিপুর থানার পুলিশ এরপর পরিবারকে আশ্বস্ত করে। তবে বিনয় সরকার বলেন এই এলাকা খুবই জনবহুল, কিন্তু আজ পর্যন্ত কোনদিনই চুরির ঘটনা ঘটেনি। আর সন্ধে নামতেই তার পরিবারের সাথে এই যে ঘটনা ঘটবে তা তিনি কখনো ভাবতে পারিনি। বৃহস্পতিবার গৃহস্থ বাড়িতে ছুটে আসে এলাকার কাউন্সিলর উৎপল সাহা, তিনিও এই চুরির ঘটনার যথেষ্ট দুঃখ প্রকাশ করেন। তবে গৃহস্থ বাড়িতে এই ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে এখনো আতঙ্কে রয়েছে এলাকার বেশিরভাগ মানুষ।

Related Articles