রাজ্যের খবর

গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, গ্ৰেপ্তার ৪

Attempt to smuggle marijuana fails, 4 arrested

Truth Of Bengal: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ধূপগুড়িতে। জানা গেছে, চার যুবক কোচবিহার জেলার দিনহাটা থেকে গাঁজা নিয়ে কোলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। দিনহাটা থেকে বাসে করে ধূপগুড়িতে আসে তারা। এরপর ধূপগুড়ি রেলস্টেশনে যায় তারা। সেখান থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের।

এরপর গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি রেলস্টেশনে যায় ধূপগুড়ি থানার পুলিশ। সেখানেই অভিযান চালিয়ে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে গাঁজার সন্ধান পায় পুলিশ। এরপরই চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত চারজন কলকাতার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা। গাঁজা পাচারের ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। জানা যাচ্ছে,  গ্রেপ্তার হওয়া চারজনের নাম মানস কর, প্রসেনজিৎ রায়, লিঙ্কন বিশ্বাস এবং গোবিন্দ মন্ডল।

এদিন রেলস্টেশনে এক্সিকিউটিভ মেজিস্টেট হিসেবে ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন, ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা ও ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ।

Related Articles