রাতের অন্ধকারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, চাঞ্চল্য এলাকায়
Attempt to rape a schoolgirl in the dark of night

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : রাতের অন্ধকারে স্কুল ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত কাকদ্বীপের হারুডপয়েন্ট কোস্টাল থানা এলাকায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, গত রাতে ঘটনাটি ঘটেছে। আজ সাত সকালে অভিযুক্তর নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। এই অভিযুক্ত ওই স্কুলছাত্রীর প্রতিবেশীর বাড়িতে উত্তর চব্বিশ পরগনার হালিশহর থেকে এসে স্ত্রী এবং সন্তান নিয়ে থাকতো মামার বাড়িতে। স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। এই ঘটনার পর আতঙ্কিত ছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছে।
নাবালিকা এবং তার পরিবারের বয়ান সূত্রে জানা গেছে আজ সকালে কাকদ্বীপের হারুডপয়েন্ট কোস্টাল থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ পকসো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, ওই দিন রাত সাড়ে এগারোটা নাগাদ নিজের ঘরে ঘুমোচ্ছিল। ঠিক সেই সময় ওই অভিযুক্ত চিলেকোঠা দিয়ে তার ঘরে ঢোকে। এরপর তার উপর ঝাঁপিয়ে পড়ে। ছাত্রী বুঝতে পেরে পাল্টা প্রতিরোধের চেষ্টা করে। সেইসময় অভিযুক্ত যুবকের নখের আঁচড়ে রক্তাক্ত হয়ে যায় ওই ছাত্রী। ছাত্রীর চিৎকারে চম্পট দেয় অভিযুক্ত।