বকেয়া টাকা চাওয়ার জের, হাসপাতালে ঢুকে রোগীকে পুড়িয়ে মারার চেষ্টা রায়গঞ্জে
Attempt to burn patient to death in Raiganj after demanding money dues

Truth of Bengal: বকেয়া টাকা চাওয়া নিয়ে ঝামেলার জেরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই যুবকের নাম রামপ্রসাদ দাস এবং প্রকাশ দাস। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাত বারোটার সময় সুভাষগঞ্জের দাসপাড়া এলাকায় কাঠের মিস্ত্রি সুরজিৎ দাস চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় রামপ্রসাদ ও প্রকাশ সেখানে পৌঁছন। সুরজিৎ রামপ্রসাদের কাছে তাঁর বকেয়া টাকা দাবি করলে কথা কাটাকাটির পর দুই যুবক মিলে সুরজিতকে মারধর শুরু করেন। ইটের আঘাতে সুরজিৎ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করেন।
অভিযোগ, রাতে স্ক্যান সেরে ফেরার সময় ওই দুই যুবক হাসপাতালে ঢুকে সুরজিতের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। হাসপাতালে থাকা রোগী ও কর্মীরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক ধরা পড়েছে। হাসপাতাল চত্বরে পুলিশ ফাঁড়ি থাকলেও কীভাবে দুষ্কৃতীরা বোতল ভর্তি পেট্রোল নিয়ে ভিতরে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”