মাটিগাড়ায় নারীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ছড়ালো আতঙ্ক
তাঁদের অভিযোগ, অন্ধকার রাস্তাগুলিতে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত আলো ও নিরাপত্তার অভাব রয়েছে।
Truth Of Bengal: মাটিগাড়া এলাকায় অন্ধকার রাস্তায় এক মহিলার উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩৬ বছর বয়সী ওই মহিলা খাতুনকে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই বাড়ি থেকে কাজে যাওয়ার পথে ভাঙ্গা পুলের কাছে আচমকা এক যুবক তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গলার ও শরীরের একাধিক অংশে গভীর জখম হয় মহিলার। তাঁর চিৎকার শুনে পাশের এলাকায় থাকা এক যুবক ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাঁকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর চিকিৎসা চলছে।ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যে উত্তাল হয় মাটিগাড়া। স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, অন্ধকার রাস্তাগুলিতে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত আলো ও নিরাপত্তার অভাব রয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। কেন ওই যুবক হামলা চালাল, তার কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে রহস্যও বাড়ছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এলাকার সিসিটিভি, পথচারীদের বয়ান ও অন্যান্য সূত্র খতিয়ে দেখে হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।



