উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে রংবেরঙের আবির খেলায় মত্ত পরীক্ষার্থীরা
At the end of the Higher Secondary Examination, the students are drunk on the colorful Abir game

Truth of Bengal: বসন্তের রঙের উৎসবের সময়ে চলছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গতকাল ছিল বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা দিয়ে সমাপ্তি। মঙ্গলবার বাণিজ্য কলা বিভাগের সমাপ্তি পরীক্ষা। পরীক্ষার কারণে রঙ খেলা থেকে বঞ্চিত ছিলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। তাই পরীক্ষার শেষে রঙ খেলায় মেতে উঠতে দেখা গেলো শান্তিপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের।
গোটা রাজ্যের পাশাপাশি নদীয়ার শান্তিপুর বিধানসভাতেও কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। বসন্তের রঙের উৎসব থেকে বঞ্চিত ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। মঙ্গলবার শেষ পরীক্ষা দিয়ে বিভিন্ন আবিরের ছোঁয়ায় মেতে উঠলেন পরীক্ষার্থীরা।
নদীয়ার শান্তিপুর ওরিয়েন্টাল স্কুল সহ বিভিন্ন স্কুলের পরীক্ষা কেন্দ্র গুলির সামনে থেকে উঠে আসলো এমনই চিত্র। জীবনের দ্বিতীয় উত্থানের পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার সময়ের অপেক্ষা, কিন্তু বসন্তের মরশুমে আবিরের ছোঁয়া এনে দেয় এক অনন্য মুহূর্ত, তাই পরীক্ষার শেষে আবেগ ধরে রাখতে পারলেন না পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরিয়ে আসতেই খোশ মেজাজে একে অপরের গালে রাঙিয়ে দিল বিভিন্ন রঙের আবির।