রাজ্যের খবর

সাইবার জালিয়াতির খপ্পরে আসানসোল পুরনিগম, অ্যাকাউন্ট থেকে উধাও ৪০ লক্ষ টাকা

Asansol Purnigam in the grip of cyber fraud, 40 lakh rupees disappeared from the account

Truth of Bengal: আসানসোল পুরনিগম এবার সাইবার অপরাধের শিকার হয়েছে। পুরনিগমের অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা চুরি হয়েছে। অভিযুক্তরা ভুয়া লেটারপ্যাড ব্যবহার করে ফোন নম্বর পরিবর্তনের আবেদন জানিয়ে এই জালিয়াতি করেছে।

পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, ২৮ অক্টোবর আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পুরনিগমের অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা উধাও হয়ে যায়। পরে ব্যাংক কর্তৃপক্ষ ১২ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হলেও, বাকি টাকা মধ্যপ্রদেশের জব্বলপুরে চলে যায়। তিনি বলেন, “এটি সম্পূর্ণরূপে সাইবার অপরাধীদের কাজ।”

ঘটনা সম্পর্কে জানার পর মেয়র অর্থ বিভাগের কাছে লিখিত অভিযোগ দায়েরের নির্দেশ দেন। ইতিমধ্যে আসানসোল সাইবার থানায় অভিযোগ করা হয়েছে। মেয়র জানান, ব্যাংকে জমা দেওয়া মোবাইল নম্বর পরিবর্তনের আবেদনই এই প্রতারণার সূত্রপাত।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অরবিন্দ কুমার আনন্দ বলেন, “গতকাল রাতে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। আজ লিখিত অভিযোগ দায়ের হওয়ার কথা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এই ঘটনার ফলে আসানসোল শহরে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, এবং প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। স্থানীয় নাগরিকদের মধ্যে এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related Articles