রাজ্যের খবর

দুধের ছানা কাটতে গিয়ে যেভাবে মৃত্যু হল দুধ ব্যবসায়ীর, এলাকায় শোকের ছায়া

As the milkman died while cutting milk chicks, the area is in mourning

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক দুধ ব্যবসায়ীর। মেশিনের মাধ্যমে ছানা তৈরির জন্য কারেন্টের বোর্ডে প্লাগ গুজতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

জানা যায়, মৃত যুবকের নাম হুলো ঘোষ, বয়স আনুমানিক ২৮ বছর, বাড়ি নদীয়ার শান্তিপুর থানা এলাকার লক্ষীতলা পড়া সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক দুধ ব্যবসায়ী, সোমবার সকাল থেকেই লাগাতার চলছে ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি, এরই মধ্যে ছানা তৈরির জন্য ওই যুবক কারেন্টের বোর্ডে মেশিনের প্লাগ গুজতে যায়, আর সেখানে বিদ্যুৎপৃষ্ট হয় যুবক।

পরিবারের লোকজন ছুটে এসে দেখে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে, সাথে সাথে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, যদিও শেষ রক্ষা আর হলো না, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। খবর শুনেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, এলাকায় নেমে আসে শোকের ছায়া। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ বর্গে পাঠায়। তবে মাঝবাইসি দুধ ব্যবসায়ীর অকাল মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার সহ গোটা এলাকা।

Related Articles