মালদায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, মৃত ১
Another shootout in Malda, Trinamool leader shot dead

Truth Of Bengal: ১২ দিনের মাথায় ফের শুট আউট মালদায়। মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। এর সঙ্গে আহত হন এসারুদ্দিন শেখ, আর প্রাণ হরিয়েছেন হাসু শেখ নামে আরও এক তৃণমূল কর্মী। রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, এদিন সকালে কালিয়া চকের নয়া বস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ ঠিক সেই সময় দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।
দুষ্কৃতীদের গুলিতে জখম হন যদুপুরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বকুল শেখ। পরে তাঁকে ইট দিয়ে থেঁতলে মারা হয়। আটক করা হয়েছে ৩ জনকে। নৃশংস এই ঘটনার নিন্দা করেছে তৃণমূল নেতৃত্ব। পুলিশের ভূমিকার সমালোচনায় বিরোধী শিবির। ফলে খুন ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।
২জানুয়ারি সকাল সাড়ে দশটা নাগাদ বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারান তৃণমূল নেতা বাবলা সরকার।আর ১২দিন পর মালদার কালিয়াচকের যদুপুরে খুন হলেন আরও এক তৃণমূল নেতা। মঙ্গলবার সকালে,এলাকায় নতুন রাস্তা ও ড্রেন তৈরির উদ্যোগ নেয় তৃণমূল নেতৃত্ব। সেই উন্নয়নের কাজের শিলান্যাস করতে যান অঞ্চল তৃণমূলের সভাপতি, বকুল শেখ, সঙ্গে ছিলেন কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে স্থানীয় মাতব্বরদের সঙ্গে তাঁর সমর্থকদের বিবাদ শুরু হয়। সেসময় দুষ্কৃতীরা বকুলের দলবলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে অভিযোগ। পরপর গুলি ছুঁড়তে থাকায় গুলিবিদ্ধ হন অঞ্চল সভাপতি-সহ তিনজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। বিজেপি শাসিত রাজ্য থেকে সুপারি কিলারদের এনে বাংলাকে কেন অশান্ত করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্বানর চট্টোপা্ধ্যায়।
ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। সরাসরি নিশানা করছে সরকারকে।তাঁদের অভিযোগ,বাংলায় কারুর কোনও সুরক্ষা নেই। বাবলা সরকার খুনের ১২দিনের মাথায় কেন এই খুন সেই প্রশ্ন তুলে কার্যত প্রশাসনকে বেঁধে গেরুয়া শিবির। মালদায় এর আগে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের মদতে খুনের অভিযোগ উঠেছিল। আবার এই রক্তপাতও মৃত্যুর ঘটনায় তৃণমূলকে জবাব দেয় কংগ্রেস নেতৃত্ব। তাই বকুল শেখের খুন ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে পৌঁছেছে।পুলিশ এই ঘটনায় ৩জনকে ধরে।তাদের জেরা করে খুনের মোটিভ জানার চেষ্টা করছে তদন্তকারীরা।