হাতির হানায় ফের মৃত্যু, উত্তেজনা বাঁকুড়ার হরিচরণডাঙ্গায় ..
Another death due to elephant attack, tension in Bankura's Haricharandanga..

The Truth Of Bengal: হাতির হানায় ফের মৃত্যু। ঘটনায় বাঁকুড়ার হরিচরণডাঙ্গায় উত্তেজনা,৪৮ ঘন্টার মধ্যে হাতির হানায় ফের মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ায়। বাড়ির বাইরে দাপিয়ে বেড়াচ্ছিল চারটি দাঁতাল হাতি। গ্রামবাসীরা বেরিয়ে এলে হাতিগুলি গ্রাম ছেড়ে পালিয়ে যায়।দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবিতে সরব গ্রামবাসীরা।
হাতির হানায় ফের মৃত্যুর ঘটনা, বাঁকুড়ার হরিচরণডাঙ্গায়। বুধবার মাঝরাতে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হরিচরণডাঙ্গা এলাকায় হাতির হানায় মৃত্যু হল বছর চব্বিশের মামনি ঘোড়ুই এর। এর আগে গত মঙ্গলবার বড়জোড়া ব্লকের গোপবান্দী এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। ৪৮ ঘন্টার মধ্যে হাতির হানায় পরপর দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার গভীর রাতে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যান হরিচরণডাঙ্গা গ্রামের বছর চব্বিশের তরুনী মামনি ঘোড়ুই। বাড়ির বাইরে সে সময় দাপিয়ে বেড়াচ্ছিল চারটি দাঁতাল হাতি। কিছু বুঝে ওঠার আগেই একটি হাতি মামনির উপর হামলা চালায়। হাতিটি শুঁড়ে করে মামনিকে তুলে আছাড় মেরে প্রায় ত্রিশ ফুট দেহটি টেনে নিয়ে যায় । শব্দ শুনে গ্রামবাসীরা বেরিয়ে এলে হাতিগুলি গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এরপর আহত মামনিকে গ্রামবাসীরা উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মামনিকে মৃত ঘোষণা করেন। এদিকে হাতির হানায় একের পর এক মৃত্যুতে স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।
Free Access