
The Truth of Bengal: আর ৫টা বড় শহরের মতোই উন্নত পরিষেবা পাওয়া যায় আসানসোলে। খনিঅঞ্চলের রূপবদল থেকে সৌন্দর্যায়ন,বিগত এগারো বছরে সবকিছুই হয়েছে বলে দাবি প্রশাসনের।এমনকি দেশের মেট্রো শহরগুলোর মতো স্বচ্ছল জীবনযাপনের রকমারি উপকরণের কোনও অভাব নেই এই শহরে। শপিং মল থেকে বহুজাতিক নানা সংস্থার শো-রুম, মাল্টিপ্লেক্স থেকে অভিজাত ক্লাবরয়েছে সব কিছুই। গড়ে উঠছে একের পর এক বহুতল।
তবু তার মাঝে এঁদো গলি, গাদাগাদি করে মানুষের বসবাসের মাঝেই নিকাশীর সমস্যা বা যানজটের যন্ত্রণা হয়রানির মুখে ফেলে আসানসোলবাসীকে। তাই চব্বিশের আগে এই জেলা শহরের জৌলুস ফেরাতে শুরু হল পুর-অভিযান।১৩ডিসেম্বরের মধ্যে হটনরোড থেকে ইসমাইল মোড় পর্যন্ত সরকারি জমির জবরদখল সরিয়ে ফেলার জন্য আবেদন করছে পুরসভা। আবেদন নিবেদনে কাজ না হলে,আইন অনুযায়ী পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়।
আসানসোলের হটনরোড থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার দুধার ও ফুটপাত হকার ও অস্থায়ী দোকানের জন্যে জবর দখল হয়ে পড়েছে। রাস্তা দিয়ে হাঁটাচলা দায়। তাই পুরনিগমের পক্ষ থেকে বাজার লাগোয়া মোটর বাইক স্ট্যাণ্ড সরিয়ে দিয়ে অটো- টোটো স্ট্যাণ্ড গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যানজট কমানোর মতোই নিকাশী ব্যবস্থাকেও আধুনিক করার কাজে এগিয়ে এসেছে তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভা। ফুটপাত থেকে শিল্পশহরের সর্বত্র শ্রী ফেরানোর এই পুর উদ্যোগ নতুন বছরে শহরের প্রাণস্পন্দনকে বাড়াবে বলে আশা নাগরিক সমাজের।