সম্প্রীতির মাঝেই, বিচ্ছিন্নতাবাদী স্লোগান, কট্টর পন্থীদের
Amidst harmony, separatist slogans

Truth Of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘আজাদ কাশ্মীর’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ পোস্টার পড়ার পর আবারো নতুন করে বিতর্কের সূত্রপাত এবার রেড রোডে। আজ পবিত্র রমজান মাসে সকলে যখন সম্প্রতি রক্ষার জন্য একে অপরকে আলিঙ্গন করছে ঠিক সেই সময় কট্টর পন্থীদের প্যালেস্টাইন লেখা ব্যানার নিয়ে পদযাত্রা নতুন করে বিতর্কের জন্ম দিল।
পবিত্র রমজান মাসের শেষ লগ্নে রেড রোডে নামাজের পর ভারতীয় জাতীয় পতাকার পাশাপাশি ফ্রী প্যালেস্টাইনের ব্যানার নিয়ে, কট্টর পন্থীদের আজাদি স্লোগান দিতে দেখা গেল। ভারতের মাটিতে এইরকম বিচ্ছিন্নতাবাদী স্লোগান এর আগে আমরা বারংবার দেখেছ।
সাম্প্রতিক সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় দেওয়ালে এই একই রকমের ফ্রি প্যালেস্টাইন এবং আজাদি কাশ্মীরের স্লোগান লিখতে দেখা গিয়েছে। তা নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছিল গোটা বাংলায়। সেই ঘটনা ফিকে হতে না হতে। এবার রেড রোডে সম্প্রীতির বার্তার মাঝেই, বিচ্ছিন্নতাবাদী স্লোগান নতুন বিতর্ক তৈরি করেছে।