দক্ষিণবঙ্গের আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই,তবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে
Although the monsoon has entered South Bengal, it has not rained in the last two or three days

The Truth of Bengal: দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও গত দু’তিন দিন সে ভাবে বৃষ্টি হয়নি। ফলে তাপমাত্রার পারদও চড়েছে। তবে বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতি পাল্টায়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। সকালেও চলেছে ঝিরঝিরে বৃষ্টি। শুধু কলকাতা নয়, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্য দিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিন। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে আজ।