আসানসোলে পুকুর বুজিয়ে জমি দখলের অভিযোগ, নড়েচড়ে বসল পুরনিগম
Allegations of land grabbing by filling pond in Asansol, Municipal Corporation takes action

Truth Of Bengal: পশ্চিম বর্ধমানের আসানসোল পুর নিগমের ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোয়ার কুমারপুর এলাকায় একটি পুরনো পুকুর বুজিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু অসাধু জমি মাফিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকা দখলের চেষ্টা চালাচ্ছিল। এবার তারা প্রকাশ্যেই সেই পুকুর বুজিয়ে দিয়েছে, যাতে পরবর্তীতে জমি হিসেবে ব্যবহার করা যায়।
অথচ এই পুকুরটি বহু বছর ধরে সর্বসাধারণের ব্যবহারযোগ্য ছিল। স্থানীয়রা জল সংগ্রহ, মাছ চাষ ও গৃহস্থালির কাজে এই পুকুর ব্যবহার করতেন। এমনকি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের নথিতেও জমিটি ‘পুকুর’ হিসেবেই নথিভুক্ত রয়েছে।
এই ঘটনার পর স্থানীয়রা নালিশ জানিয়েছেন জেলা শাসকের দফতর, আসানসোল পুর নিগম ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ পাওয়ার পরই আসানসোল পুরনিগম উদ্যোগ নেয়। বৃহস্পতিবার সকালে পুরনিগমের স্যানিটেশন বিভাগের সাফাই কর্মীরা পুকুরের স্থানটি সাফাই করতে গেলে বাধা দেন কিছু জমি দখলদার।
তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌছায় বোরো কমিটির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার এবং দক্ষিণ থানার পুলিশ। এরপর পুনরায় সাফাইয়ের কাজ শুরু হয়।
স্থানীয়দের দাবি, এই এলাকায় আর কোনও পুকুর অবশিষ্ট নেই। তাই পুনরায় ওই জমিতে পুকুর খনন করে আগের মতো করে তোলার জন্য পুরনিগমকে ব্যবস্থা নিতে হবে। জনস্বার্থে এটি অপরিহার্য বলে মনে করছেন বাসিন্দারা। এই ঘটনায় প্রশাসনিক তৎপরতা ও নাগরিক সচেতনতাই এখন আসল ভরসা।