রাজ্যের খবর

নরেন্দ্রপুরে বেহুঁশ করে গণধর্ষণের অভিযোগ, আটক দুই, পলাতক ২

Allegation of gang rape in Narendrapur, two arrested, 2 absconding

Truth Of Bengal: এবার বেহুঁশ করে গণধর্ষণ করার নিন্দনীয় অভিযোগ উঠল নরেন্দ্রপুর এলাকায়। এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে দু’জনকে আটক করলেও এখনও পলাতক দু’জন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয়েছিল নির্যাতিতার, তার পর দেখাও হয় তাদের মধ্যে। এরপর ওই যুবকের সঙ্গে অন্য এক ব্যক্তির বাড়িতে যান নির্যাতিতা। অভিযোগ উঠেছে, পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয় নির্যাতিতাকে। তারপর বেহুশ হয়ে গেলে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

Related Articles