রাজ্যের খবর

চিকিৎসায় গাফিলতিতে গৃহবধুর মৃত্যু অভিযোগ, শোরগোল কালনা হাসপাতালে

Allegation of death of housewife due to negligence in treatment, noise in Kalna hospital

The Truth Of Bengal : মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান : কালনা হাসপাতালে সন্তান প্রসব করার পর গৃহবধুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার কালনা মহকুমা হাসপাতালের সুপারকে কর্তব্যরত চিকিৎসকের গাফিলতির লিখিত অভিযোগ জানালেন রোগীর পরিবার পরিজনেরা।

জানা যায়, মৃত ওই গৃহবধুর নাম অন্তরা বিশ্বাস। বাড়ি বলাগড় থানার অন্তর্গত সোমরাবাজার পশ্চিমপাড়া এলাকায়। গতকাল রাতে প্রসব যন্ত্রণা নিয়ে কালনা হসপিটালে ভর্তি হয় ওই গৃহবধূ। একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর দীর্ঘক্ষণ ধরে তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। বহুবার জানিও কোন ফল হয়নি বলে অভিযোগ মৃতের পরিবার পরিজনদের।

এরপরে আজ শনিবার ভোর রাতে কালনা হাসপাতালে চিকিৎসার অভাবে মারা যান ওই গৃহবধু। এরপরে কালনা হাসপাতলে উত্তেজনা ছড়ায়। এরপরই এদিন শনিবার মৃতের পরিবার-পরিজনেরা কালনা হসপিটালে সুপারের কাছে লিখিত অভিযোগ জানায়। কালনা হসপিটাল সুপার পুরো বিষয়টি আভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে উপযুক্ত দোষী প্রমাণ হলে তার শাস্তি হবে বলেও এদিন জানান তিনি।

Related Articles