অজয় নদীর চর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ,পাথর দিয়ে থেঁতলে খুন বলে অনুমান…
Ajay's bloodied body recovered from the banks of the river is believed to have been crushed to death by stones

The Truth Of Bengal: অজয় নদীর চর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ।খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানা এলাকার ঘটনা। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম শেখ মতিন বয়স আনুমানিক ৫০ বছর, বাড়ি পশ্চিম বড়তলা গ্রামে। চাঞ্চল্য এলাকা জুড়ে।
বুধবার রাত্রি সাড়ে নটা নাগাদ খয়রাশোল ব্লকের অন্তর্গত কাঁকড়তলা থানার পশ্চিম বড়কলা গ্রামের অজয় নদীর চর থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। তাকে নাকড়াকোন্দা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ব্যক্তির নাম শেখ মতিন বয়স আনুমানিক ৫০ বছর, বাড়ি পশ্চিম বড়তলা গ্রামে। মৃত ব্যক্তির পরিবারের তরফে লোকজন জানাচ্ছেন তাকে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে। দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে পৌঁছেছে কাকরতলা থানার পুলিশ।
ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Free Access