রাজ্যের খবর

ফের হাতির তাণ্ডব,হাতির হানায় আহত মূক বধির ব্যক্তি

Again the rampage of the elephant, the deaf and dumb person injured by the attack of the elephant

Truth of Bengal: দলছুট হাতির হানা। ফের  তাণ্ডব। হাতির সামনে পড়ে আহত ৪৯ বছর বয়সী মূক বধির লক্ষণ ছেত্রী। পিছন থেকে হাতি আসছে বোঝার আগেই হাতি আক্রমণ করে লক্ষণকে। ডুয়ার্সে ফের হাতির হানা। ফের দলছুট হাতির সামনে পড়ে জখম ৪৯ বছর বয়সী মূক বধির লক্ষণ ছেত্রী। বাড়ির গবাদিপশুর জন্য দলঘাস কাটতে গিয়ে হঠাৎ দলছুট দাঁতালের সামনে পড়েন।

বর্তমানে মাল সুপারস্টার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে ডুয়ার্সে হাতির তাণ্ডব পর পর বেশ কয়েকমাস ধরে চলছে। মূক – বধির লক্ষণ ছেত্রী বুঝতেও পারেননি যে তার পিছনে হাতি । বুঝতে পারলে হয়তো সচেতন ভাবে তিনি সরে যেতেন। কিন্তু গজরাজ শেষ পর্যন্ত আক্রমণ করে লক্ষণকে।এর আগেও বহু ঘটনা ঘটেছে হাতি হানার।১১ই অক্টোবর হাতির হানায় মৃত্যু হয় একজন শিশুর।

জখম হয় তার মা। ডুয়ার্সের মেটেলি ব্লকের ঘটনা। জনবহুল এলাকার রাস্তার মধ্য দিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হাতির সামনে পড়ে যান তারা।  তার আগে ১৯ সেপ্টেম্বর হাতির হানায় মৃত্যু হয় এক ভবঘুরের। ডুয়ার্সের বানারহাটের ঘটনা। আগষ্টের ২৩ তারিখ  ধান পাহারা দিতে গিয়ে হাতির সামনে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ইতিমধ্যে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মূক বধির ওই ব্যক্তিকে।

Related Articles