রাজ্যের খবর

ফের বিস্ফোরণ এগরায়, পড়ে থাকা বোমায় হাত উড়ল শ্রমিকের

Again the explosion in Egra

The Truth of Bengal: পূর্ব বর্ধমানের এগরার বর্তনা গ্রামের ঘটনা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত বর্তনা গ্রামে । রাস্তার পাশে পড়ে থাকা বোমায় বিস্ফোরণ । হাত উড়ে গেল শ্রমিকের। ঘটনাস্থল আহত শ্রমিকের চোখেও আঘাত লেগেছে বলে খবর। এগরার বর্তনা গ্রামে নিজের বাড়ির চারপাশে বেড়া দিচ্ছিলেন বছর পঞ্চান্নর রাইজুদ্দিন। আচমকা বিস্ফোরণে তাঁর হাত উড়ে যায়।

তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা জানান, রাইজুদ্দিনের চোখেও আঘাত লেগেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত বর্তনা গ্রামে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। প্রাথমিক অনুমান, কৌটোবোমা পড়ে ছিল।

তা ফেটেই বিপত্তি। কী উদ্দেশে বাড়িতে এত বিস্ফোরক, সেই তদন্ত চলছে এখনও। আর এই ঘটনার পর থেকেই বিস্ফোরণস্থল হিসেবে কুখ্যাত হয়েছে এগরা। ফের এখানে বিস্ফোরণ ঘটল। রাস্তার পাশে পড়ে থাকা সেই কৌটোবোমা ফেটে হাত হারালেন শ্রমিক। আঘাত পেলেন চোখেও।আহত ব্যক্তি কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles