মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দ্বিতীয়বার ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের
After the meeting with the Chief Minister, the potato traders called off the strike for the second time

Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর আশ্বাস আর তাতেই ধর্মঘট প্রত্যাহার করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার দুপুরে রাজ্যের হিমঘর মালিক এবং আলু ব্যবসায়ীদের সঙ্গে নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলু রপ্তানিতে বাধার জন্য শনিবার রাজ্যজুড়ে দ্বিতীয় দফায় ধর্মঘটের ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।
ধর্মঘটের ফলে শনিবার থেকেই হিমঘর গুলিতে আলুর জোগান দেওয়ার কাজ বন্ধ হয়ে যায়। ফলে বাজারে যত আলু ছিল তা মঙ্গলবার অবধি বাজারের চাহিদা পূরণ করেছিল। কিন্তু বুধবার থেকে বাজার গুলিতে আলুর জোগান না দেয়া হলে, সে ক্ষেত্রে বাজারে আলুর দাম বাড়ার আশঙ্কা ছিল। সেই জন্য রাজ্য সরকারের তরফে আলু ব্যবসায়ীকারীদের সঙ্গে আলোচনা প্রস্তাব দেয়া হয়েছিল। আলুর ব্যবসায়ীরা এই প্রস্তাবে রাজি হয় ।
মঙ্গলবার দুপুরে তারা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, পিসি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিক। আলু ব্যবসায়ীদের তরফে ছিলেন প্রগতিশীল আল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। এছাড়াও উত্তরবঙ্গের আলু ব্যবসায়ী ও হিমঘর মালিক সংগঠন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে।
নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠকের পর প্রগতিশীল ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির উপদেষ্টা বিভাস দে বলেন ‘‘বৈঠকে রাজ্য সরকারের তরফে সাত দিন রাজ্যের সীমানা শিথিল করার আশ্বাস দেওয়া হয়েছে। সেই জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার সন্ধ্যা থেকেই ফের হিমঘরগুলিতে আলু নামানোর কাজ শুরু হয়েছে।’’
তিনি আরও জানান‘‘এ রাজ্যের বাজারগুলিতে আলুর সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি ভিন্রাজ্যে আলু রফতানি করা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনও উপায় তো নেই। এই পরিস্থিতিতে সাত দিন পর আবার রাজ্যের সীমানায় কড়াকড়ি শুরু হলে নতুন করে আমাদের ভাবতে হবে।”