৩০ দিন রোজার পর অবশেষে ইদের নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায় মানুষ
After 30 days of fasting, the Muslim community finally offered Eid prayers

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : পবিত্র ইদের নামাজ পড়লেন প্রায় দশ হাজার মুসলিম সম্প্রদায় মানুষ এদিন সিউড়ির ইদগাহ মাঠে ইমামে নেতৃত্বে। সকাল সাড়ে আটটার সময় সিউড়ি শহর সহ পার্শ্ববর্তী গ্রাম্য এলাকার মুসলিম সম্প্রদায় সকলে একত্রিত হয়ে ৮ থেকে ৮০ নামাজে সামিল হন। যেখানে শান্তি কামনা এবং পরিবারের সুস্থতা থাকার জন্য দোয়া করলেন এই নামাজের আশা মুসলিম সম্প্রদায় মানুষ। মূলত ৩০ দিন রোজা রাখার পর চাঁদ রাতের পরের দিন পালন করা হয় ঈদ।
যেখানে সকাল থেকেই বৃহস্পতিবার নামাজের পর আনন্দ উৎসব মেতে উঠবেন পাড়ায় পাড়ায় সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ। এদিন ঈদ গাঁও মাঠে প্রতিবছর মতন এই বছরও নামাজ শেষে মানুষদের কাছে শুভেচ্ছা জানাতে হাজির হন ইদগাহ মাঠে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী প্রতি বছরই তিনি ঈদের নামাজ শেষে সকলের মানুষের সাথে দেখা করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সে মত এই বছরও সিউড়ি বিধানসভার বিধায়ক হাজির হয়ে যান সাত সকাল মাঠে।
অপরদিকে এই ইদের নামাজকে ঘিরে কড়া নিরাপত্তা রাখা হয়েছে সিউড়ির ইদগাহ মাঠ। রাখা হয়েছে ট্রাফিকের সুব্যবস্থা। যাতে নামাজ সেরে সকল মানুষ সুস্থ ভাবে বাড়ি যেতে পারে এবং শান্তির বজায় রাখে। সেই লক্ষ্যেই ঈদগাঁও মাঠ সহ যে সকল শহরে যানজট সৃষ্টি হয় সেই সকল এলাকায় করা নিরাপত্তার পাশাপাশি পুলিশ মোতায়েন করা হচ্ছে আজকের দিনে জন্য।