রাজ্যের খবর

নবান্নের নির্দেশে স্বরুপনগরে সরকারি জমি দখল মুক্ত করতে প্রশাসনের মাইকিং অভিযান

Administration's miking campaign to free government land encroachment in Swarupnagar on Navanna's orders

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরুপনগর ব্লকে সরকারি জমি দখল মুক্ত করতে নবান্নের নির্দেশে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার সকাল থেকেই স্বরুপনগর থানার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে জোরদার মাইকিং প্রচার। বিশেষ করে সীমান্ত রোড, জনবহুল এলাকা, বাজার এলাকা এবং সরকারি দপ্তরের সামনে এই প্রচার চালানো হচ্ছে।

প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে  যে  অবিলম্বে সরকারি জমি থেকে বেআইনি ভাবে রাখা সামগ্রী যেমন ইট, বালি, সিমেন্ট, পাথর সরিয়ে ফেলতে হবে। না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বরুপনগরের বিডিও বিষ্ণুপদ রায় জানিয়েছেন, রাস্তার দুই ধারে সরকারি জমিতে যেভাবে অবৈধভাবে ব্যবসায়ীরা নির্মাণ সামগ্রী রেখে চলেছেন, তাতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সাধারন যাত্রী ও পথচারীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যবসায়ী সরকারি জমি দখল করে ব্যবসা চালাচ্ছিলেন। বারবার প্রশাসনের হুঁশিয়ারি উপেক্ষা করে তারা এই বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। অবশেষে প্রশাসন বাধ্য হয়ে কঠোর অবস্থান নিল।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী নিলয় বিশ্বাস এবং স্থানীয় বাসিন্দা প্রবীর মন্ডলও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তারা জানান, নিয়ম মেনে ব্যবসা হোক এবং রাস্তার পাশে জমা রাখা সামগ্রী দ্রুত সরানো হোক, তাতে সাধারণ মানুষেরই সুবিধা হবে।

অডিও বাইটে বিডিও বিষ্ণুপদ রায় স্পষ্ট করে জানিয়েছেন, “সরকারি জমি দখল করে বেআইনি ভাবে মালপত্র রাখা হলে, প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। ইতিমধ্যেই নির্দেশ জারি করা হয়েছে এবং মাইকিং প্রচার চলছে। সময়মতো জমি খালি না হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের এই তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। আশা করা হচ্ছে, দ্রুতই সরকারি জমি দখলমুক্ত হয়ে সাধারণ মানুষের চলাচলের সুবিধা ফিরবে।

 

Related Articles