রাজ্যের খবর

দুঃস্থ শিল্পীর বাড়িতে প্রশাসন, পৌঁছে দেওয়া হল সরকারি সাহায্য

Administration at the home of the distressed artist

The Truth of Bengal: পথে ঘাটে ভিক্ষা করেন। সহায় একটি একতারা। ভিক্ষা করে যা পান তাই দিয়ে চলে সংসার। এখন আর বয়সের ভারে বেশি প্রিশ্রম করতে পারেন না। সত্তরোর্ধ্ব বসন্তকুমার বাইন চেয়েছিলেন জেলা সফরে আসা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের সমস্যার কথা বলতে। তাতে যদি কিছুটা সাহায্য মেলে। কিন্তু নিরাপত্তার কড়াকড়ি থাকায় তা আর সম্ভব হয়ে ওঠেনি। তাঁর কথা উঠে আসে সংবাদ মাধ্যমে। জেলাশাসকের নজরে আসতেই তাঁর বাড়িতে পৌঁছে গেলেন প্রশাসনিক আধিকারিকরা। দিলেন প্রয়োজনীয় সাহায়ের আশ্বাস।

জেলাশাসকের নির্দেশে, দুঃস্থ শিল্পী বসন্তকুমার বাইনের বাড়িতে আসেন জেলা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, যুগ্ম বিডিও সুব্রত শ্যামল সহ একাধি আধিকারিক। মালদার গাজোলের মাজরা গ্রাম পঞ্চায়েতের শালবনা এলাকায় বাড়ি তাঁর। এখন ঠিকমতো কানে শুনতেও পান না। চোখেও আবছা দেখেন। সেই মানুষটির দুঃখের কথা শুনতে তাঁর বাড়িতে হাজির প্রশাসনিক আধিকারিকরা। দিলেন সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতার আশ্বাস।

প্রশাসন এমন ভাবে পাশে দাঁড়াবে ভাবতে পারেননি মালদার গাজোলের মাজরা গ্রামের দুঃস্থ শিল্পী বসন্তকুমার বাইন। এবার তাঁর দুঃখ মিটতে চলেছে বলে মনে করছেন তিনি। খুব খুশি প্রশাসনের সহযোগিতায়। সন্তানরা কাজের জন্য বাইরে থাকেন। সম্প্রতি গত হয়েছেন স্ত্রী। সত্তরোর্ধ্ব মানুষটি এখন একা থাকেন। গানকে অবলম্বন করে বেঁচে থাকা ভিক্ষাজীবী মানুষটির বড় প্রয়োজন কিছু সাহায্য। আর সেই সাহায্য তাঁর বাড়িতে পৌঁছে দিল প্রশাসন। জেলাশাসকের নির্দেশ সরকারি আধিকারিকরা তাঁর বাড়িতে এসে এই ভাবে যে সেই সাহায্য পৌঁছে দেবেন, তা এখনও বিশ্বাস হচ্ছে তাঁর।

Related Articles