
The Truth of Bengal: মালদার আদিনা ডিয়ার ফরেস্ট জেলার মধ্যে অন্যতম পর্যটন ক্ষেত্র। ডীয়া ফরেস্ট হলেও এখানে শীতের মরসুমে দেশ-বিদেশের পরিযায়ী পাখিরা ভিড় করে। সেই পাখি দেখার টানে আসেন পর্যটকরা। চোরাশিকার ঠেকাতে এবং পর্যটকদের সুরক্ষার দিকে নজর দিতে এবার সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হল মালদার আদিনা ডিয়ার ফরেস্ট। শীতের মরসুমে আসা পরিযায়ী পাখির জন্য চোরা শিকারিদের উৎপাত বেড়ে যায়। চোরা শিকারীদের উৎপাত আটকাতে এই ব্যবস্থা। এই প্রথম গোটা আদিনা ডিয়ার ফরেস্টে অন্তত ১০টি সিসি ক্যামেরা বসানো হল।
এছাড়াও হরিণ সহ অন্যান্য পশুদের বিরক্ত ও কোনও খাবার না পারেন পর্যটকরা, সেদিকে নজর রাখা হবে। মালদার বিভাগীয় বনাধিকারিক জিজু জেসফার জানিয়েছেন, আদিনা ডিয়ার ফরেস্টে চোরাশিকারিদের উৎপাত ঠেকাতেই সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি গোটা ডিয়ার ফরেস্টে পর্যটকদের গতিবিধির ওপরেও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রাখা হবে। এতদিন এখানে কোনও সিসিটিভি ছিল না। এবার গোটা পার্ক নজরদারির আওতায় আসায় বন দফতরের ব্যবস্থাপনায় খুশি পর্যটকরা।
তাদের সঙ্গে কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটলে এবার ব্যবস্থা নেওয়া যাবে সহজে। মালদার গাজোল ব্লকের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক একর জমির ওপর অবস্থিত রয়েছে আদিনা ডিয়ার ফরেস্টটি। বর্তমানে এই ডিয়ার ফরেস্টে ১০০টিরও বেশি চিতল সহ উন্নত প্রজাতির হরিণ রয়েছে। এছাড়াও নীলগাই, খরগোশ সহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। শীতের মরসুমে আসা পরিযায়ী পাখিদের ধরতে তৎপর হয়ে উঠেছে চোরা শিকারিদের দল। খোলা বাজারে সেইসব পাখির মাংসের ব্যাপক চাহিদা আছে। আর সেই চোরাশিকার আটকাতে এই ব্যবস্থা।