রাজ্যের খবর

বৃদ্ধের বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Accusation of molesting a minor against the old man, there is a lot of excitement in the area

Truth Of Bengal: সোদপুর পানশিলায় আবাসনের লিফটে ঢুকে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। পানিহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোদপুর দক্ষিণ পানশিলা অঞ্চলের একটি আবাসনের লিফটে ঢুকে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে।  ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা স্থানীয়দের মধ্যে।

আবাসিকদের অভিযোগ আবাসনের চার তলায় বসবাসরত কমলেশ গাঙ্গুলী নামে এক বৃদ্ধ লিফটের ভেতর এক নাবালিকাকে শ্লীলতাহানি করে। শুধু তাই নয় ওই আবাসনে বসবাসকারী মহিলা ও নাবালিকাদের উপর উঠে এসেছে তার অশ্লীল আচরণের অভিযোগ। প্রতিবাদে অভিযুক্ত বৃদ্ধের আবাসনের ঘরের সামনে বিক্ষোভ আবাসিকদের।

গোটা ঘটনার অভিযোগ জানানো হয়েছে খড়দহ থানায়। ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে খড়দহ থানা। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কে ভুগছেন ওই ফ্ল্যাটে বসবাসরত মহিলারা।

Related Articles