রাজ্যের খবর

খাদ্য দফতরের নতুন নির্দেশিকা, রেশন সংগ্রহে গ্রাহকদের মানতে হবে এই নিয়ম

According to the new guidelines of the food department, the customers have to follow this rule in collecting rations

Truth Of Bengal: রাজ্যে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে ডিসেম্বরে খাদ্য দফতরের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধ থেকে রেশন সংগ্রহ করতে গেলে গ্রাহকদের বাধ্যতামূলকভাবে মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। ই-পস মেশিনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছে।

কেন আনা হল এই নতুন নিয়ম?

খাদ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের ২ কোটি ৯ লক্ষ রেশন গ্রাহক পরিবারের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ১ কোটি ৩২ লক্ষ পরিবারের মোবাইল নম্বর নথিভুক্ত হয়েছে। বাকিদের নম্বর না-থাকার জন্য রেশন ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির সঠিক প্রয়োগ বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে, গ্রাহকদের প্রাপ্য খাদ্য সামগ্রী ও তার পরিমাণ সম্পর্কে সঠিক বার্তা পাঠাতে সমস্যা হচ্ছিল।

ডিসেম্বরের নতুন নিয়মে কী পরিবর্তন হল?

ডিসেম্বরের প্রথম ১৫ দিনে আগের মতোই গ্রাহকরা রেশন সংগ্রহ করতে পারছিলেন। তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে নিয়ম পরিবর্তন হয়। যাঁদের রেশন কার্ডে মোবাইল নম্বর সংযুক্ত নেই, তাঁদের এখন তা বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করতে হবে।

কী বলছে খাদ্য দফতর?

খাদ্য দফতরের মতে, এই নতুন নিয়ম গ্রাহকদের স্বার্থেই আনা হয়েছে। নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার সময় একজন সদস্যের মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে দেওয়ার নিয়ম আগেই চালু হয়েছে। যাঁরা পূর্বে নম্বর সংযুক্ত করেননি, তাঁদের অনলাইনে বা অফলাইনে এই কাজ করার ব্যবস্থা রাখা হয়েছে।

চ্যালেঞ্জের মুখে রেশন ডিলাররা

তবে, নতুন ব্যবস্থায় কিছু সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। বহু গরিব মানুষের মোবাইল নম্বর নেই, ফলে তাঁরা রেশন সংগ্রহে সমস্যার মুখোমুখি হয়েছেন। কিছু ডিলার তাঁদের নিজস্ব নম্বর ব্যবহার করে গ্রাহকদের সাহায্য করেছেন। তবে, সরকারি নিয়ম অনুযায়ী ডিলার বা তাঁদের পরিবারের সদস্যদের নম্বর ব্যবহার করা বেআইনি।

ডিসেম্বর মাসের পরে এই নিয়ম কীভাবে কার্যকর থাকবে, সে বিষয়ে এখনও স্পষ্ট নির্দেশিকা আসেনি। তবে রেশন ব্যবস্থার স্বচ্ছতা ও গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে খাদ্য দফতর নতুন পদক্ষেপের কথা ভাবছে।

রেশন গ্রাহকদের অনুরোধ, যাঁদের রেশন কার্ডে মোবাইল নম্বর নেই, তাঁরা শীঘ্রই নিকটস্থ রেশন অফিসে যোগাযোগ করে নথিভুক্তি সম্পন্ন করুন।

Related Articles