দ্বিতীয় হুগলি সেতুতে বচসায় জড়ালেন অভিজিৎ-বাবুল! দেখুন সেই ভিডিও
Abhijit ganguly Babul supriyo tussle at second hooghly bridge Watch that video

Truth Of Bengal: বচসায় জড়ালেন অভিজিৎ-বাবুল। অভিযোগ, বাবুলকে উদ্দেশ্য করে কুকথা বিজেপি সাংসদের। প্রচন্ড গতিতে দ্বিতীয় হুগলি সেতুর উপর গাড়ি চালাচ্ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাতে হাইওয়েতে জোরে গাড়ি চালানোর প্রতিবাদ করেন বাবুল। তা শুনেই বাবুল সুপ্রিয়কে উদ্দেশ্য করে কুকথা বলেন তমলুকের বিজেপি সাংসদ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া সিটি পুলিশ।
দ্বিতীয় হুগলি সেতুতে বচসায় জড়ালেন অভিজিৎ-বাবুল! দেখুন সেই ভিডিও pic.twitter.com/r3OQOLTAqr
— TOB DIGITAL (@DigitalTob) January 4, 2025
গাড়ির গতি নিয়ে ঝামেলার জেরে দ্বিতীয় হুগলি সেতুর উপর গাড়ি থামিয়ে বচসা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়। অভিযোগ, তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে লক্ষ্য করে কুকথা বলতে থাকেন সাংসদ। তার প্রতিবাদ করে বাবুল তাঁকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু ক্ষমা চাইতে নারাজ বিজেপি সাংসদ। ফলে অশান্তি আরও চরম আকার নেয়।
খবর পেয়ে হাওড়া সিটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়। তবে দ্বিতীয় হুগলি সেতুর মতো জায়গায় এভাবে দুই ভিভিআইপি-র গাড়ি থেমে যাওয়ায় যানজট তৈরি হয়।