রাজ্যের খবর

পাঁচতারা হোটেল নয়, সাধারণ কমিউনিটি হলে বিয়ে মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশের

Abesh Banerjee Wedding

The Truth of Bengal: প্রচার হচ্ছে কার্শিয়াঙে মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হচ্ছে বড় কোনও পাঁচতারা হোটেলে। বিয়ে ঘিরে চলছে হইহই কাণ্ড। কিন্তু আদতে দেখা গেল উল্টো ছবি। কোনও পাঁচতারা হোটেল নয়। আবেশের বিয়ে হল কার্শিয়াঙের একটি সাধারণ একটি কমিউনিটি হলে। একদিকে যখন বিয়ের অনুষ্ঠান চলছে। তখন অন্যদিকে চা শ্রমিকদের সঙ্গে সময় কাটাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র।

মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে বলে কথা। এই কথা বলে প্রচার হচ্ছে অন্যরকম। বলা হচ্ছে কার্শিয়াঙে মুখ্যমন্ত্রী আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হচ্ছে বড় কোনও পাঁচতারা হোটেলে। রাজকীয় আয়োজনে বিয়ে ঘিরে চলছে হইহই কাণ্ড। কিন্তু, সত্যিই কি তাই? প্রচার যা চলছে তাঁর কোনওকিছুই দেখা গেল না। দেখা গেল উল্টো ছবি। কোনও পাঁচতারা হোটেল নয়। আবেশের বিয়ে হল কার্শিয়াঙের একটি সাধারণ একটি কমিউনিটি হলে। একদিকে যখন বিয়ের অনুষ্ঠান চলছে, তখন অন্যদিকে চা শ্রমিকদের সঙ্গে সময় কাটাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র। শুনছেন চা শ্রমিকদের অভাব-অভিযোগের কথা। পাহাড় সফরে মুখ্যমন্ত্রীকে যে ভূমিকায় দেখা যায়, এদিনও সেই ভূমিকায় দেখা গেল। তাও কিছু কিছু মহল থেকে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে ঘিরে রাজকীয় আয়োজন করা হয়েছে। কিন্তু, তার কিছুই দেখা গেল না আবেশের বিয়েতে। একেবারে ছিমছাম ঘরোয়া পরিবেশে হল বিয়ের অনুষ্ঠান। কোনও আড়ম্বর ছিল না। সাধারণ কোনও বিয়েতে বোধহয় এর থেকে বেশি আয়োজন থাকে।

প্রতিশ্রুতি মতো পাহাড়ের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে উঠল মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হল পাহাড়ি কন্যা কার্শিয়াঙের দীক্ষা ছেত্রীর সঙ্গে। শুভ পরিণয়ে আবদ্ধ হলেন আবেশ। পেশায় চিকিৎসক আবেশ মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে। আগেই পাহাড়ি কন্যাকে ঘরের বধূ করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে চারহাত এক হল আবেশ ও দীক্ষা ছেত্রীর। একেবারে সাধারণ পরিবেশে সম্পন্ন হল সেই বিয়ে।

 

Related Articles