পরপুরুষের সঙ্গে পালানোয় জীবিত মায়ের শ্রাদ্ধ করল ছোট্ট ছেলে, হতবাক গোটা গ্রাম
A young boy performed the Shraddha ceremony of his mother alive after she ran away with her stepfather, shocking the entire village

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুরঃ অবিশ্বাস্য হলেও সত্যি ,জীবিত মায়ের জন্য শ্রাদ্ধের আয়োজন করল মাত্র সাত বছরের এক শিশু! পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকার দরখোলা গ্রামে এই ঘটনার সাক্ষী থাকল গোটা গ্রাম। যা শুনে ও দেখে হতবাক সকলেই। ছোট্ট ছেলে মাথা ন্যাড়া করে, মায়ের ছবি সামনে রেখে পুরোহিত ডেকে সম্পূর্ণ নিয়ম মেনে সম্পন্ন করল শ্রাদ্ধের সব আচার।
গ্রামে গিয়ে খোঁজ নিয়ে জানা গেল, এই শিশুর মা সংসার ফেলে অন্য পুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেছেন। প্রায় ৮ বছরের সংসার ছিল। গত ৬ এপ্রিল মায়ের হঠাৎ নিরুদ্দেশ হওয়ার পর থেকেই ছেলেটি মাকে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু কোথাও খোঁজ না পেয়ে, হতাশ পরিবার সিদ্ধান্ত নেয় এই পদক্ষেপ নেওয়ার। পরিবারের লোকজন এবং গ্রামের প্রবীণ ব্যক্তিদের মতে, “মা যদি অন্য পুরুষের সঙ্গে চলে গিয়ে নিজের পরিবার, সন্তানকে পরিত্যাগ করেন, তাহলে তিনি সমাজের দৃষ্টিতে মৃত।” তাই নিয়ম মেনে শ্রাদ্ধ করা হয়েছে।
পরিবারের দাবি, সমাজে একটা বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ কেউ আবার বলছেন, “মেয়েকে নিজের সন্তানের মতো ভালবাসা হয়েছিল”|
এই ঘটনায় গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সকলেই মানছেন, এমন ঘটনা আগে শোনা যায়নি। জীবিত থাকলেও মা আর ফিরবেন না — এ বিশ্বাস করেই সমাজ ও পরিবারের সামনে এক নীরব প্রতিবাদ হিসেবে ছোট্ট ছেলেটি সম্পন্ন করল মায়ের শ্রাদ্ধানুষ্ঠান।
ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসনও। তবে এই ঘটনা এখন শুধু একটি গ্রামের সীমান্তে আটকে নেই — ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।