রাজ্যের খবর

সারমেয়কে পিটিয়ে মারার অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে! ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে তুলে দিল পুলিশের হাতে

Naihati

The Trurth of Bengal: দু’মাসের সারমেয়কে নির্মমভাবে মেরে ফেলার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার নৈহাটি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কে.ডি. রোড এলাকায়। অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। কেন বাচ্চা সারমেয়টিকে মেরে ফেলা হল তা প্রশ্ন উঠেছে পশুপ্রেমীদের মধ্যে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত ওই মহিলা বাচ্চা সারমেয়টিকেকে বাঁশ দিয়ে পিটিয়ে মেরেছে। যদিও অভিযুক্ত মহিলা বাচ্চা কুকুরকে মেরে ফেলার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। উল্টে তাঁর অভিযোগ স্থানীয় বাসিন্দারা তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যকে তাকে মারধর করেছে।

এদিকে আবার এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় বাসিন্দারা। তবে কুকুরটিকে মারার জন্য অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাজা চান পশুপ্রেমীরা। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্খলে পৌঁছয় নৈহাটি থানার পুলিশ। এবং  অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

Free Access

Related Articles