রাজ্যের খবর

পুত্রশোকে মর্মান্তিক সিদ্ধান্ত, একসঙ্গে আত্মঘাতী পরিবারের তিন, এলাকায় শোকের ছায়া

A tragic decision in grief over the loss of a son, three members of a family commit suicide together

Truth Of Bengal: মর্মান্তিক ঘটনা হুগলির গোঘাটে। আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য। আট মাস আগে বাড়ির ডাক্তারি পড়ুয়া তরতাজা ছেলে চলে গিয়েছিল মর্মান্তিক ভাবে। কলেজ থেকে ফিরে চুপচাপ ছিল দু’দিন। তারপর ঘরে পাওয়া যায় শান্তুনু নন্দীর ঝুলন্ত দেহ। শোকে ভেঙে পড়েছিল গোটা পরিবার। সেই শোক আর সামলাতে না পেরে পরিবারের তিন সদস্য আত্মঘাতী হলেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার সকালে মা, ছেলে ও বউমাকে বাড়ি লাগোয়া গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। জানা গেছে, মৃতদের নাম অনিমা নন্দী (৭৫), কাশীনাথ নন্দী (৫৫) ও মমতা নন্দী (৪২)। আত্মীয় ও প্রতিবেশীদের দাবি, আট মাস আগে কাশীনাথ নন্দীর ২১ বছরের ছেলে শান্তনু নন্দী আত্মঘাতী হয়েছিলেন। তিনি ডাক্তারি পড়ুয়া ছিলেন। তারপর থেকেই পরিবারের সকলে ভেঙে পড়েছিলেন। কারও সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। পুত্রশোকেই পরিবারের সকলে একসঙ্গে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেশীদের অনুমান।

বৃহস্পতিবার সকালে পরিবারের কাউকে বাইরে বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় প্রতিবেশীরা বাড়ির ভেতর ঢোকেন। তখনই লক্ষ্য করেন গোয়ালঘরে তিনজন গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এরপরই স্থানীয়রা গোঘাট থানায় খবর দেন। পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Related Articles