মৌসুনি দ্বীপে কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত রিসর্টের একাংশ!
A terrible fire in the cottage on Mausuni Island, part of the resort was destroyed!

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : জাহেদ মিস্ত্রী : ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে মৌসুনি দ্বীপে টুরিস্ট কটেজে। কটেজে পর্যটক না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা। অগ্নিকাণ্ডে ভস্মীভূত রান্নাঘর, স্টোর রুম-সহ গোটা কটেজ। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কী কারণে আগুন তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
জানা যায়, আজ ভোরে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপের একটি ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন লাগে। স্থানীয়রা প্রথমে একটি কটেজে হঠাৎ আগুন দেখতে পায়। কিছু করার আগে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে। প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে দীর্ঘ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিছুক্ষনের মধ্যেই গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে কী কারণে অগ্নিকাণ্ডটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।