
The Truth of Bengal: মা ও মেয়ের রহস্য জনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার ২ নং ব্লক ভাটিবাড়ি এলাকায়। বুধবার বেলা ১১ টা নাগাদ এমনটাই জানা গেছে ওই এলাকার বাসিন্দাদের কাছে। এদিন বেলা হলেও বৌমা ও নাতনী ঘুম থেকে না ওঠায় চিন্তায় পড়েন মৃত গৃহবধূর শাশুড়ি। এরপর ডাকাডাকি করা হলেও কোনো উত্তর না পেয়ে জানালা ভেঙ্গে ঘরের ভেতরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান বৃদ্ধা এবং পাশেই বিছানায় পড়ে থাকতে দেখেন বছর ৬ এর নাতনির নিথর দেহ।
খবর পেয়ে ছুটে আসেন এলাকার নাগরিকরা। স্থানীয়দের প্রাথমিক ভাবে অনুমান ওই গৃহবধূ প্রথমে তার ৬ বছরে মেয়েকে গলা চিপে শ্বাসরোধ করে হত্যা করে মা সীমা সাহা এবং পরে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এরপরেই ভাটিবাড়ী পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। একই পরিবারের দুই সদস্যর রহস্য জনক মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভাটিবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার স্বামী দীপঙ্কর সাহা কর্মসূত্রে ভিন রাজ্যে কাজ করেন। দীপঙ্কর সাহা’র মা মেয়ে এবং স্ত্রী ভাটিবাড়িতে ভাড়াবাড়িতে থাকেন। দীর্ঘদিন যাবত তাদের সংসারে অনটন চলছে বলে জানান মৃত গৃহবধূর শাশুড়ি রেবা সাহার কাছ থেকে। তবে মা মেয়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে এলাকায়। একই পরিবারে জোড়া মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে শামুকতলা থানার পুলিশ।