সব থেকে প্রবীণ ভোটারের জন্য এবার আলাদা ব্যবস্থা, কে এই প্রবীণ ভোটার?
A separate system for the oldest voters of Mathurapur.

The Truth Of Bengal: এখন বয়স ১০৯ বছর। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপে এবারের সব থেকে প্রবীণ ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন প্রমীলা হালদার। আগে প্রতিটি নির্বাচনে বুথে গিয়ে ভোট দিলেও এবার আর বুথে যেতে পারবেন না। বাড়ির লোকজন আবেদন করায় কমিশন বাড়িতে এসে ভোট নিয়ে যাবে শতায়ু প্রমীলাদেবীর।
সেঞ্চুরি করেছেন কয়েক বছর আগে। বর্তমানে বয়স ১০৯ বছর। এখন তিনি মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার সব থেকে প্রবীণ ভোটার। বিগত সব ভোটে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেও এবার তিনি বাড়ি থেকেই দেবেন। বয়সের ভারে এবারে তিনি যেতে পারবেন না ভোটকেন্দ্রে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভার কাকদ্বীপের বাসিন্দা প্রমীলা হালদার সবচেয়ে প্রবীণ ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন। পঞ্চায়েত থেকে লোকসভা, প্রতিটি ভোটে তিনি অংশ নেন। তবে এবার বুথে গিয়ে ভোট দেবেন না। বাড়িতে ভোট নেওয়ার জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে প্রমীলাদেবীর পরিবার।
বাড়িতে বসে ভোট দেওয়ার আবেদন মঞ্জুর করেছে প্রশাসন। এই বিধানসভায় প্রায় ৩৫ জন শতায়ু ভোটার আছেন বলে চিহ্নিত হয়েছে। তবে সবচেয়ে প্রবীণ প্রমীলা হালদার। কমিশনে আবেদন করা এমন বয়স্কদের প্রত্যেকের বাড়িতে গিয়ে ভোট নেবেন ভোটকর্মীরা।
কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েতের বাজারবেড়িয়ার বাসিন্দা প্রমীলাদেবী। চার ছেলে, বউমা, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার তাঁর। বয়সের কারণে এখন হাঁটাচলা করতে পারেন না তিনি। তবে সংসারের সব খবর রাখেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন যে আসন্ন সে সম্পর্কেও তিনি ওয়াকিবহাল। মথুরাপুর কেন্দ্রে ভোট পয়লা জুন। ভোটগ্রহণের সপ্তাহখানেক আগে নির্বাচন কমিশন থেকে প্রমীলাদেবীর বাড়িতে এসে ভোট নিয়ে যাওয়া হবে। আগের মতো আবারও গণতন্ত্রের উৎসবে শামিল হবেন শতায়ু প্রমীলাদেবী।