রাজ্যের খবর

ডোমজুর কোলোড়াতে ধারালো অস্ত্রের আঘাতে খুন এক ব্যক্তি, তদন্তে পুলিশ

A person was killed by a sharp weapon in Domjur Kolora

Truth Of Bengal,দেবাশীষ গুছাইত, হাওড়া: নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। মঙ্গলবার রাতে বাড়ির সামনে রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুড়ের নিউ কোলোরাতে। নিহত ব্যক্তি আসামের বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে নাম কুলেন্দ্র নাথ(৪৫)। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

দীর্ঘ ৪ বছর ধরে সাঁকরাইল এর ধুলোগড়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানায় সুপারভাইজারি করতেন। তার স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন ডোমজুড়ের নিউ কলোরা এলাকায়। মঙ্গলবার রাতে কারখানা থেকে ডিউটি সেরে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তিনি আততায়ীর হাতে খুন হন।

অন্ধকারের সুযোগ নিয়ে আততায়ী ধারালো অস্ত্র হাতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। বাড়ির সামনেই রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর ও সাঁকরাইল থানার পুলিশ।

হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তদন্তে ছুটে আসেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কি কারনে এই খুনের ঘটনা তা স্পষ্ট নয়। পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে কারোর কোন ব্যক্তিগত শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles