পিকনিকে গিয়ে পুকুরে তলিয়ে গেল এক ব্যক্তি, চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়
A person fell into a pond while going for a picnic

The Truth of Bengal: শিলিগুড়ি মহকুমার জাবরা চা বাগান এলাকায় পিকনিকে গিয়ে পুকুরে তলিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম রত্তি গোয়ালা। সে হাতিঘিসার জমিরদারগুড়ির বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, গতকাল ২৬শে জানুয়ারি উপলক্ষে নকশালবাড়ির জাবরা চা বাগান এলাকায় পিকনিক করতে আসেন প্রচুর মানুষ।সেইসময় এক ব্যক্তি পুকুরে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী রজনি চিক বড়াই গতকাল এক ব্যক্তি যখন পুকুরে ডুবছিল তখন এই দেখে আমি চিৎকার করে। এবং আশে পাশে থাকা বেশ কয়েকজন ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু খুজে পায়নি।
এরপর নকশালবাড়ি থানার পুলিশ পৌছায়। এবং এদিন বিপর্যয় দল পৌঁছে ব্যক্তির দেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।