সদাইপুরে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হলো বিল বাতিলের সভা
A meeting to repeal the bill was held in Sadaipur under the leadership of Siddikulla Chowdhury.

Truth Of Bengal: এদিন ওয়াকফ সংশোধনীয় আইন বাতিলের দাবিতে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো সদাইপুর থানার অন্তর্গত ফুটবল ময়দানে। মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ রক্ষা করার তাগিদে এই দিনেই সভা অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন মৌলভী মাদ্রাসার ইমাম সহ সদাইপুর থানা এলাকার সমস্ত মুসলিম সম্প্রদায় মানুষ সেই প্রতিবাদ সভায় হাজির হন।
সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয় যেখানে ওয়াকফ বিল বাতিলের দাবি নিয়ে প্রায় এক হাজার মানুষ ফর্মে স্বাক্ষর করে। সেগুলি সিদ্দিকুল্লা চৌধুরীর কাছে পাঠানো হবে যেখানে কেন্দ্র সরকারের কাছে প্রায় অসংখ্য সাক্ষর তারা এদিন জমা দেবেন। এর পাশাপাশি এই সভা থেকে সমস্ত ইমামরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোন ধর্ম নিয়ে বিবাদ সৃষ্টি নয় হিংসা দাঙ্গা নয়। তাদের প্রতিবাদ থাকবে কেন্দ্র সরকারের ওয়াকফ বিল বাতিল নয়ে।
তারা আরও বলেন, কোনভাবেই সরকারি সম্পত্তি নষ্ট, মানুষকে অসুবিধার সম্মুখীন করা একদমই কাম্য নয়। শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রতিবাদ থাকবে সরকারি সম্পত্তি নষ্ট করে নয়। তবে কেন্দ্র সরকারের এই কালা কানুন বন্ধের প্রতিবাদের এদিন দেখা গেল হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ। এই সভা কে ঘিরে সদাইপুর থানা সহ বীরভূম জেলার পুলিশের কড়া নিরাপত্তা রাখা হয়েছিল। সবার শেষে সদাইপুর থানায় একটি প্রদান করলেন ১০ জনের প্রতিনিধি।