১২০ বছরের দেবত্ব স্থান লুকিয়ে কিনে নিয়েছে এক ব্যক্তি, অভিযোগ আদিবাসী সম্প্রদায়ের
A man secretly bought a 120-year-old deity place, alleged tribals

Truth Of Bengal: পূর্ব বর্ধমান, মনিরুল ইসলাম: পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত মেদগাছি ধর্মতলা গ্রামে দীর্ঘ একশো কুড়ি বছর যাবত আদিবাসীদের একটি দেবত্ব স্থান আছে। ওই জায়গাটি হরিদাস মাঝি বলে এক ব্যক্তি লুকিয়ে কিনে নেন। আর তার পর নিজের নামে করে নেন। এমনই অভিযোগ করেন ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
ওই স্থান থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পুজো পাঠ বন্ধ করে ওখান থেকে উচ্ছেদ করার অভিযোগও করেন তারা। এইজন্য ভারত জাকাত মাঝি পরগনা মহল কালনা এক নম্বর ব্লক কমিটি ও জেলা কমিটির পক্ষ থেকে আজ জমায়েত ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মেদগাছি ধর্মতলা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাতে এখানে যথাযথভাবে নির্বিঘ্নে পুজো অর্চনা করতে পারেন এই ছিল তাদের মূল দাবি ।
যদি তা না পারে তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান ভারত জাকাত মাঝি পরগনার সদস্য বিজয় চন্দ্র সোরেন। অপরদিকে লক্ষ্মী মাঝি বাগ এবং সঞ্জিত বাগ এই জায়গা তাদের বলে দাবি করেন। এমনকি তাদের নামে ওই জায়গার বৈধ কাগজপত্র আছে বলেও জানান । তারা বলেন ৭৮৭ দাগ নাম্বারের খাস জমি দখল না করে ৭৮৬ দাগ নাম্বারের তাদের জমি আদিবাসী সম্প্রদায়ের মানুষ দখল করে নেয় বলে অভিযোগ করেন তারা