রাজ্যের খবর

Big Breaking: ভোটের আগে কাঁথি থেকে বিপুল টাকা উদ্ধার, যোগ রয়েছে বিজেপির

A huge amount of money was recovered from Kanthi before the polls, BJP added

The Truth of Bengal: ভোটের আগে টাকা উদ্ধার। নাকা চেকিংয়ে মিলল বিপুল অংকের টাকা। কাঁথি থেকে উদ্ধার হল বিপুল নগদ। এই টাকা বুথে বুথে বিলি করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করা হচ্ছে। প্রতিটি খামে ১০ হাজার টাকা করেছিল বলে সূত্রের খবর। মিলেছে বিজেপির পতাকা, এজেন্টের নথিপত্র। ভোটের মাঝেই কাঁথি থেকে বিপুল টাকা উদ্ধার। আর কয়েক ঘন্টা পরে ষষ্ঠ দফা নির্বাচন কাঁথিতে তার আগে বিপুল টাকা উদ্ধারে চাঞ্চল্য।

হেরিয়া থানার পুলিশ নাকা চেকিং এর সময় এই টাকা উদ্ধার করে। এসি বাসে করে এক যুবক এই টাকা নিয়ে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, প্রায় সাড়ে সাত লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃত যুবকের দাবি তার দাদা এক বন্ধুকে টাকা পাঠাচ্ছিল, ব্যবসার টাকা বলে দাবি তার। কেন খামের ভেতর করে এতগুলি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তার সদুত্তর দিতে পারেনি ওই যুবক। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানৌত্তর। জেলা বিজেপির জেলা নেতৃত্ব চন্দ্রশেখর মন্ডলকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি যোগ সাজুক ের অভিযোগ তোলেন। ঘটনার তদন্তে নেমেছেন হেঁড়িয়া থানার পুলিশ।

Related Articles