কালনায় লোকালয়ে ঢুকে পড়ল একটি পূর্ণবয়স্ক কুমির, এলাকায় চাঞ্চল্য
A full-grown crocodile entered the locality in Kalna

The Truth of Bengal: পাড়ার রাস্তায় মধ্যে ধীর লয়ে হেঁটে যাচ্ছে প্রকাণ্ড এক কুমির। তাকে দেখেই, আতঙ্ক ছড়াল এলাকায়। স্থানীদের কয়েকজন কৌতুহলী হয়ে ছবিও তুলে ফেললেন। এমন চিত্র দেখা গেল পূর্ব বর্ধমানের কালনার ১০ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রের খবর, পাড়ার এক বাসিন্দার উঠোনে আচমকাই রাতে দেখা যায়, বিশ্রাম নিচ্ছে একটি প্রকাণ্ড মাপের কুমির। বিষয়টি দেখার পরেই পাড়ায় খবর দিতেই সবাই বেরিয়ে পড়েন। রাতভোর নজর রাখা হয় কুমিরের উপর। এলাকার মানুষের অনুমান, ভাগীরথী নদীর পাড় থেকে কুমিরটি কোনও ভাবে এলাকায় ঢুকে পড়েছে। মঙ্গলবার সকালেই উঠোন ছেড়ে রাস্তা ধরে এগোতে থাকে কুমিরটি।
সকাল সাতটা পর্যন্ত কুমিটিকে ধরার চেষ্টা চালান স্থানীয়রা। কিন্তু তাকে কাবু করা যায়নি। কুমিরকে উদ্ধার করতে দমকল ও বনদফতরের কর্মীদেরও খবর দেওয়া হয়। বেশ কয়েক ঘণ্টা পর, বনদফতরের কর্মীরা এসে, কুমিরটিকে উদ্ধার করে।
প্রশাসনিক সূত্রের খবর, গত কয়েক দিনের প্রবল বৃষ্টি হয়েছে, বেশ কয়েকটি জলাধার থেকে জলও ছাড়া হয়েছে। ফলে, নদীর জল এখন পরিপূর্ণ। তার জেরেই হয়তো এই কুমিরটি, এলাকাচ্যুত হয়ে, লোকালয়ে এসে পড়েছে। কুমিরটিকে তার আদর্শ স্থানে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হবে।