রাজ্যের খবর

মাছ ধরতে গিয়ে মৃত এক মৎস্যজীবী, শোকের ছায়া এলাকায়

A fisherman who died while fishing, mourns in the area

The Truth Of Bengal : দক্ষিণ 24 পরগনা : বাবলু প্রামানিক : জম্বুদ্বীপ থেকে আরও গভীরে বঙ্গোপসাগরে ইলিশমাছ ধরার সময় ট্রলার থেকে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর। গত দু’দিন নিখোঁজ থাকার পর গতকাল উপকূল রক্ষী বাহিনী তল্লাশি চালিয়ে ফ্রেজারগঞ্জ থেকে ৭০কিমি দূরে সাগরের জল থকে উদ্ধার করে মৃত মৎস্যজীবীর দেহ। দেহ উদ্ধারের পর হলদিয়া নিয়ে গিয়েছে উপকূল রক্ষী বাহিনী। দেহ ময়নাতদন্তের পর আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

মৃত মোহন মাঝি (৫৫) কুলপির হাঁড়ার বাসিন্দা। ডায়মন্ড হারবার সুলতানপুর মৎস্যবন্দর থেকে এফবি বাবা লোকনাথ ট্রলারে চেপে ১৪ জন মৎস্যজীবী ইলিশ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। গত ১১ জুলাই জম্বুদ্বীপ থেকে আরও গভীরে মাছ ধরার সময় পা পিছলে পড়ে যান ওই মৎস্যজীবী। নিখোঁজ হওয়ার পর মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরেই উপকূল রক্ষী বাহিনী আকাশ এবং জলপথে তল্লাশি শুরু করে।

Related Articles