রাস পূর্ণিমায় অজয়তে তলিয়ে গেল কিশোর! দেহ উদ্ধারের জন্য পুলিশের কাছে কাতর আর্তি বাবার
A boy drowning in the ajay river

The Truth of Bengal: রাস পূর্ণিমার দিনে অজয় নদেতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর। সোমবার সকালে এই ঘটনা ঘটে অজয় নদের বীরভূমের ভীমগড় ঘাটে। ঘটনা সূত্রে জানা যায় পরিবার ও প্রতিবেশীদের সাথে রাস পূর্ণিমার পূর্ণ স্নান করতে উখরার সারদার পল্লীর বাসিন্দা বছর চৌদ্দর মৃদুল বর্ণওয়াল। প্রতিবেশী আরও তিন বন্ধুর সাথে স্নান করতে নামলে মৃদুল ও তাঁর তিন বন্ধু জলের মধ্যে তলিয়ে যায়। তবে এলাকার মানুষের প্রচেষ্টায় তিন বন্ধুকে উদ্ধার করা গেলেও অজয়তে তলিয়ে মৃদুল।
সোমবার থেকে মঙ্গলবার বেলা বারোটা পর্যন্ত নিখোঁজ কিশোর উদ্ধার হয়নি নদী থেকে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছেন না। নিখোঁজ কিশোরের বাবা জানান, তার কোন দাবি-দাওয়া নেই তিনিও শুধু ও তার ছেলেকে খুঁজে পেতে চান, তা সে জীবন্ত অথবা তার পার্থিক শরীর। তিনি বলেন পাণ্ডবেশ্বর থানা বলছেন এটা খয়রাশোল থানার আওতাধিন, খয়রাশোল থানা পাণ্ডবেশ্বর থানার উপর চাপাচ্ছেন এই নিয়েই চরম বিভ্রান্তিতে তারা।
নিখোঁজ কিশোরের বাবা বিকাশ বার্নওয়াল জানান, পুলিশ প্রশাসন এবং ডুবুরি যেভাবে উদ্ধার কার্য চালাচ্ছে, তবে সেটা যথেষ্ট নয়। নিখোঁজ কিশোর উদ্ধারের পুলিশের এই কাজে অখুশি হয়ে নিখোঁজ কিশোরের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকেই বীরভূম পশ্চিম বর্ধমান সীমান্তবর্তী অজয় নদীর ভীমগড় ঘাটের কাছে রাস্তা অবরোধ করেন। তাদের একটাই দাবি যে কোনক্রমে তারা তাদের ছেলেকে খুঁজে পেতে চান। ঘটনাস্থলে রয়েছে বীরভূমের খয়রাশোল থানার পুলিশ ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
Free Access