রাজ্যের খবর

বীরভূমের দাপুটে নেতার হাতে রুপোর তৈরি তীর ধনুক

A bow and arrow made of silver in the hands of the powerful leader of Birbhum

Truth Of Bengal : রবিবার ইলামবাজারের রামনগর গ্রামে বিশাল ধুমধামের সহিত আয়োজিত হয় তৃণমূলের প্রকাশ্য জনসভা, আর সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের সব তাবড় তাবড় নেতা মন্ত্রীরা। এই জনসভাতেই বীরভূমের বাঘ নামে পরিচিত অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হয়েছে রুপোর ৩৫০ গ্রাম ওজনের তীর ধনুক। অন্যদিকে আয়োজিত এই সভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার হাতে রুপোর ৩০০ গ্রাম ওজনের তীর ধনুক তুলে দেওয়া হয়েছে বলে জানা এছাড়াও ছিলেন  বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা।

আগেই অনুব্রত জানিয়েছিলেন জেল থেকে বেরিয়ে তিনি দলীয় সমস্ত কাজেই অংশগ্রহণ করবেন। আর সেই কথা মতোই তাঁকে নানা কাজেই অংশ নিতে দেখা যাচ্ছে। সপ্তাহ খানেক আগে তাঁকে বাঁশি হাতেও দেখা গিয়েছিল, আবার কখনও দেখা গিয়েছে বিভিন্ন সরকারি স্কুল গুলিতেও। শিক্ষার মান এবং ছাত্রছাত্রীদের সংখ্যা যাতে আরও বৃদ্ধি পায় সেই বিষয়ের উপর ও গুরুত্ব দিয়েছেন বীরভূমের বাঘ। আর এবার বিভিন্ন ব্লকে ব্লকে তাঁকে জনসভা করতে দেখা যাবে বলেই জানিয়েছেন তিনি। সেইমত তিনি তার প্রথম জনসভা শুরু করেছেন ইলামবাজারে আয়োজিত এই জনসভা দিয়ে।

লালমাটির দেশে তিনি কেষ্ট হিসাবেই বেশি পরিচিত। কেউ একবার কেষ্ট আসলে বললেই রাস্তা ট্রাফিক জ্যাম যেন সরে যায় নিজে থেকেই। কেউ বেশি দাদাগিরি করলেই মনে পড়ে যায় সেই ডাইলোগ “শুঁটিয়ে লাল করে দেব, নোংরামি বের করে দেব”। দীর্ঘ সময় ধরে জেলের ঘানি টেনে অবশেষে তিহার জেল থেকে ছাড়া পেয়েছে সে, প্রায় ২ বছর পর বীরভূমের মাটিতে পা রাখে অনুব্রত। বাড়ি ফেরার পর থেকেই নানাবিধ দলীয় কর্মসূচিতে তাঁকে অংশগ্রহণ করতে দেখা যায়। আর তেমনি রবিবাসরীয় দিনে প্রকাশ্যে তৃনমূলের জনসভাতে হাজির হয়েছিলেন একসময় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল।

Related Articles