রাজ্যের খবর

আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে গ্রেফতার ৫, আতঙ্কিত এলাকাবাসী

5 arrested in police net with firearms, terrified local residents

The Truth Of Bengal: আগ্নেয়াস্ত্র গুলি সহ পুলিশের জালে গ্রেফতার দুই আইনজীবী, ১ আইনের ছাত্র, ১ ক্লাক ও একজন কুখ্যাত সমাজবিরোধী। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার মিলন নগর এলাকায়। অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে হাসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় হাসখালি থানা এলাকার বাসিন্দা আসিস নামের এক কুখ্যাত সমাজবিরোধীকে খুনের উদ্যেশে জড়ো হয়েছে কিছু ব্যক্তি। আর এরই হাসখালি পুলিসের পেট্রোলিং ভ্যান বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে। আর সেই নাকা চেকিং চালানোর সময় মিলন নগর এলাকায় একটি গাড়ী থেকে একটি ৭ এম এম পিস্তল ও একটি দেশী পিস্তল সহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। ঘটনায় গাড়ীতে থাকা প্রসেনজিৎ দেবশর্মা ও সুদীপ ব্রহ্ম নামের দুই আইনজীবী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিসের প্রাথমিক অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরে আশীষ নামের ওই সমাজবিরোধীকে খুনের উদ্যেশে এসেছিল ওই দুই আইনজীবী ও তার সহযোগীরা। মঙ্গলবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায় হাসখালি থানার পুলিশ। যদিও বিচারক ৭দিনের পুলিশ হেফাজত দিয়েছেন।

এদিকে  অস্ত্র সহ পুলিসের হাতে গ্রেফতার নদিয়ার রানাঘাট আদালতের দুই আইনজীবী, সহ এক আইনের ছাত্র, একজন ল ক্লার্ক ও ১ জন কুখ্যাত সমাজবিরোধী। মঙ্গলবার ভোর রাতে মিলন নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে হাসখালি থানার পুলিশ।

FREE ACCESS

Related Articles