
The Truth Of Bengal : জলপাইগুড়ি : সাত সকালে দুর্ঘটনার কবলে চারটি গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের গণেশ মোড় এলাকায়। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর নাগাদ কলা বোঝাই একটি ছোট গাড়ির সাথে একটি লরির সংঘর্ষ হয়। এর পরপরই ওই একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে আরো একটি ছোট গাড়ি এবং লরি। প্রথম দুর্ঘটনাটি ঘটার পর চালকরা পালিয়ে যায় । পরবর্তী দুর্ঘটনায় ছোট গাড়ির চালক গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সহ পুলিশ কর্মীরা।
স্থানীয়দের দাবি, এই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে। এর আগে বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও ডিভাইডারের ব্যবস্থা করেনি। ডিভাইডার থাকলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। ইতিমধ্যে চারটি গাড়িকেই আটক করেছে পুলিশ। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।