মাইক বাজানোর প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপ, গুরুতর আহত ৩
3 seriously injured with sharp weapons for protesting against playing the mic

The Truth Of Bengal: উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের (কাটারির) কোপ। পরীক্ষার্থীকেও মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরে। ঘটনায় গ্রেফতার ২ ।
সূত্রের খবর, চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই এলাকায় মাইক বাজানোর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্ত প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে মঙ্গলবার রাতে বিষ্ণুপুর এর অন্তর্গত পাত্রসায়ের থানার কান্তর গ্রামে সরস্বতী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ উদ্যোক্তাদের বিরুদ্ধে। পাশেই ছিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি। পরীক্ষার্থীর পরিবারের লোকজন মাইক বাজানো বন্ধ করতে বলায় স্থানীয় দুই ব্যক্তি চড়াও হয় পরীক্ষার্থীর পরিবারের লোকজনের ওপর । অভিযোগ ব্যাপক মারধর করা হয়েছে এমনকি কাটারির কোপও দেওয়া হয়েছে । ঘটনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের তিন জজন গুরুতর আহত হন। এরপর স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাদের পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অবস্থার অবনতি হলে তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে পরিবারের অভিযোগ মাধ্যমিক পরীক্ষার্থী কেও চড় এবং ঘুষি মারা হয়েছে। ঘটনায় পাত্রসায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা। এরপর পাত্রসায়ের থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত কৃষ্ণপদ ঘোষ এবং ধিরু ঘোষ নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। বুধবার তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
FREE ACCESS