RPF এর তৎপরতায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন ৩ যাত্রী
3 passengers returned safe from death due to the action of RPF

The Truth Of Bengal : চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। একের পর এক নতুন আপডেট সামনে আসতেই চোখ কপালে উঠছে সবার। আকাশের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। রিমাল আতঙ্কে ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র রবিবার নয় সোমবারেও হাওড়া, শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দুর্যোগের ঘনঘটায় একেবারে ভিন্ন ভূমিকায় দেখা মিলল RPF এর।
জানা যায়, রবিবার হাওড়া-আরামবাগ লোকালে ঘটে যায় একটি ভয়াবহ বিপত্তি। হাওড়া-আরামবাগ লোকালে চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক ব্যক্তি। ফ্রেন্ড এবং প্ল্যাটফর্মের মধ্যেকার স্থান দিয়ে নিচে চলে যান তিনি। এই ঘটনাটি দেখে দৌড়ে আসেন হাওড়া নর্থ পোস্টের RPF কর্মীরা। তৎক্ষণাৎ কোন রকম ভাবে উদ্ধার করেন ওই ট্রেন যাত্রীকে।
অপরদিকে, শিয়ালদহ স্টেশনেও দেখা মিলল একই ছবির। রবিবার শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস সবেমাত্র প্লাটফর্ম থেকে ছাড়ার তোড়জোড় শুরু করেছিল। গড়াতে শুরু করেছিল ট্রেনের চাকা। আর এর মধ্যেই ঘটে গেল বিপত্তি। ট্রেনটি ছাড়ার সময় এক ব্যক্তি দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু ট্রেনের সাথে নিজের গতির তাল মেলাতে না পেরে পা পিছলে প্লাটফর্মেই পড়ে যান ওই ব্যক্তি। ঘটনাটি ঘটা মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন RPF কর্মীরা। কিভাবে ঘটনাটি ঘটলো তা স্টেশনে থাকা বাকি যাত্রীদের বুঝে ওঠার আগেই RPF কর্মীরা কোনরকম ভাবে প্রাণী বাঁচান ওই ব্যক্তিকে। এরপর ওই ব্যক্তি ধন্যবাদ জানান ওই কর্মীদের।
আর শুনলে অবাক হবেন এই একই দিনে একই ঘটনা ঘটেছে বালিতেও। বালিতে তারকেশ্বর হাওড়া-লোকাল থেকে নামার সময় হঠাৎই ব্যালেন্স হারিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিলেন এক মহিলা রেল যাত্রী। ঠিক সেই সময় প্ল্যাটফর্মে কর্তব্যরত ছিলেন বেশ কিছু RPF কর্মী। এই দুর্ঘটনাটি দেখে তৎক্ষণাৎ তারা দৌড়ে যান ওই ঘটনাস্থলে। তারা গিয়ে ওই মহিলাকে প্রাণে বাঁচান।