রাজ্যের খবর

শেয়ারবাজারে কারসাজির অভিযোগে এক চক্রের ৩ সদস্য গ্রেফতার

3 members of a gang arrested on charges of manipulation in the stock market

The Truth Of Bengal : সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে মিথ্যা তথ্য ছড়িয়ে শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
যাদের গ্রেফতার করা হল তারা হলেন আমির হোসেন ওরফে নুরনুরানী ৩৭। নুরুল হক হারুন ৫২ এবং আব্দুল কাইয়ুম ৩৯। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস কনফারেন্স-এ বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ। অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সাইফুর রহমান আজাদের নেতৃত্বে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) এর একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে জানান তিনি।

স্টক মার্কেট একটি সংবেদনশীল জায়গা যেখানে অনেক লোক তাদের সামার্থ্য অনুযায়ী অথবা অনেকে পুরোটা বিনিয়োগ করে। এখানে ক্ষতির অনেক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে, ডিবি প্রধান বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর আগে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য দিয়ে বিনিয়োগকারীদের প্রভাবিত করার অভিযোগে রমনা থানায় একটি মামলা করেছিল। মামলার তদন্তের ধারাবাহিকতা বজায় রেখে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবি প্রধান।

গ্রেফতার হওয়া আসামিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে গোপন গ্রুপ ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। হারুন বলেন, এসব গ্রুপ শেয়ারবাজার সংক্রান্ত মিথ্যা তথ্য দিচ্ছিল।

তাছাড়া গ্রেফতার হওয়া আসামিরা প্রায়ই তালিকাভুক্ত কোম্পানির কাছ থেকে চাঁদাবাজি করে। টাকা না দিলে ওইসব কোম্পানির বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার শুরু করে তারা। এমনকি তারা কোম্পানিগুলোর অফিসেও হামলা চালায় বলেও জানান ডিবি প্রধান।

যারা শেয়ারবাজারে কারসাজি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে হারুন বলেন, এই অভিযান জারি থাকবে।

Related Articles