রাজ্যের খবর
অজয় নদীতে ২৫ টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
25 fresh bombs recovered in Ajay river, Chanchalya area

The Truth Of Bengal : লোকসভা ভোটের ফল ঘোষনার আগের দিন বোমা উদ্ধার। দুবরাজপুর থানার লোবা পঞ্চায়েত এলাকার বড়ারি গ্রাম সংলগ্ন অজয় নদীতে প্রায় ২৫ টি তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। এই সম্পূর্ণ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, এই বোমা গুলো একটি থলিতে ভরে মাটিতে গর্ত করে রাখা ছিল। উল্লেখ্য, আগামীকাল লোকসভা ভোটের ফল ঘোষনা। আর ঠিক আগের দিনই বোমা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের টিমকে। তারা এসে বোমা গুলো নিস্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে খবর। এই বোমা গুলো কে বা কারা রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।